(Source: ECI/ABP News/ABP Majha)
WB By Poll Election Result 2024 : উপনির্বাচনেও সবুজ ঝড়, ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়
ABP Ananda LIVE : উপনির্বাচনেও সবুজ ঝড়। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর-তালডাংরা। ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়। লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ।উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। জমিদার নই, আমরা পাহারাদার, বার্তা মমতার। প্ররোচনায় পা না দিয়ে বাংলাকে বদনাম করার গল্প খারিজ জনগণের, পোস্ট অভিষেকের। আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু। বিজেপির পরাজয় নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ তথাগতর। মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। মুখ খুলেই নেতৃত্বকেই আক্রমণে বার্লা। বাংলায় এবারও শূন্য় সিপিএম। মহারাষ্ট্র থেকে মিলল সান্ত্বনা। বিজেপিকে হারিয়ে দহনু আসন ধরে রাখল সিপিএম। গতবারের চেয়ে আসন বাড়িয়ে মারাঠাভূমে গেরুয়া ঝড়। শিন্ডেই মুখ্যমন্ত্রী, নাকি এবার কে? জল্পনার মধ্যেই সুশাসন, উন্নয়নের জয় বলে পোস্ট প্রধানমন্ত্রী। বিপুল ভোটে মহারাষ্ট্র দখলের পরে বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী।আর্থিক দুর্নীতি মামলায় জেল খেটে বেরিয়েও ঝাড়খণ্ডে হেমন্তের প্রত্যাবর্তন। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। মমতার নীরবতায় খোঁচা বিজেপির। রাজভবনে বোসের ২ বছর পূর্তি। জাদুগর কর্তৃপক্ষের উপহার দেওয়া, নিজের মূর্তি নিজেই উন্মোচন করলেন রাজ্যপাল। পুরো জটায়ু, রাজভবনে ম্যাকমোহন কটাক্ষ ব্রাত্যর। সেরা বাঙালির ২০ বছর। ভাবালেন যাঁরা, পথ দেখালেন যাঁরা, আলো দেখালেন যাঁরা। ২০ বছরে পা দিয়ে তাঁদের কুর্নিশ। সেরা বাঙালি রাত ১০টা।