West Bengal Election 2021: 'TMC-র স্বৈরাচারী মনোভাব ও BJP আগ্রাসনে সঙ্কটে বাংলা', অডিও বার্তায় বুদ্ধদেব
রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে অডিও বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee)। অডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলার বিধানসভার নির্বাচন শুরু হয়ে গিয়েছে। বাম আমলে আমাদের চিন্তাধারা ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষি ও শিল্পের উন্নতি হচ্ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস (TMC) সরকার ক্ষমতায় আসার পর ১০ বছরে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের অর্থনীতিতে সংকট তৈরি হয়েছে। শিল্পায়ন স্তব্ধ হয়ে গেছে। স্বৈরাচারী শাসক দলের হাতে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। মহিলাদেরও নিরাপত্তা নেই। যুবসমাজের জন্য চাকরি নেই। তৃণমূলের স্বৈরাচারী মনোভাব ও বিজেপির (BJP) আগ্রাসন বাংলায় বিপদের পরিবেশ তৈরি করেছে। এর বিরুদ্ধে একজোট হয়ে বাম, কংগ্রেস ও একটি নিরপেক্ষ দল। নির্বাচনের মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করতে হবে।’






















