West Bengal Election 2021: হাতিয়ার শীতলকুচি, সন্ত্রাস আর উস্কানির অভিযোগ ঘিরে পারদ চড়ছে রাজনীতিতে
শীতলকুচির (Sitalkuchi) ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। একে অপরকে দুষছে বিজেপি-তৃণমূল (BJP TMC)। ঘটনা প্রসঙ্গে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, ‘গুণ্ডা-আতঙ্কবাদীদের হামলার ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। ৪ জন মারা গেছে, কিন্তু ৮ জন মারা গেলেও কোন চিন্তা ছিল না, কারণ যারা বুথ দখল করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের যা প্রাপ্য তাই তারা পেয়েছে।’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিবাদ করে বলেছেন, ‘বিজেপি নেতাদের পদত্যাগ করা উচিত। তাঁদের জেলে পাঠানো উচিত। মানুষকে খুন করার উস্কানি দিচ্ছে তারা।’ অন্যদিকে বিজেপিরই দিলীপ ঘোষ (Dilip Ghosh) বললেন, ‘আমরা অশান্ত নির্বাচন চাই না। আমরা শীতলকুচিত মতো ঘটনা হোক চাই না।’ বিজেপি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু।






















