West Bengal Election 2021: হরিহরপাড়ায় TMC কর্মীদের ভোটদানে 'বাধা', বাড়ি-বাড়ি হুমকি দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের প্রার্থীর অভিযোগ, কামাল শেখের নেতৃত্বে কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। ভোট দিতে যেতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন তারা। অবৈধ জমায়েত তুলে দেওয়া হয়। পাশাপাশি বুথের কাছে খোলা থাকা দোকানগুলিও বন্ধ করে দেয় পুলিশ।
ভোটের আগের রাতে হরিহরপাড়া বিধানসভার হোসেনপুর গ্রামে ৭৩ নম্বর বুথে বাড়ি-গাড়ি ভাঙচুর। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও কংগ্রেস। খবর পেয়ে এলাকায় যান তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মীর আলমগির পলাশ।






















