West Bengal Election 2021: 'আমাদের একটু সাহায্য করে দাও', তমলুকের BJP নেতাকে ফোন মমতার, ভাইরাল ‘অডিয়ো টেপ’
তমলুকের বিজেপি নেতাকে ফোন করে ভোটে সাহায্য করার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিযোগ বিজেপির। কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে দাবি। শুভেন্দু অধিকারীর কাছে হারার আশঙ্কা থেকেই ফোন তৃণমূলনেত্রীর, সাংবাদিক বৈঠকে কটাক্ষ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। উল্লেখ্য, নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর লড়াই একদা ঘনিষ্ঠ সহকর্মী অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ের আগে তমলুকের বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে তৃণমূল নেত্রী সাহায্য চেয়েছেন বলে অভিযোগ। প্রলয় পূর্ব মেদিনীপুরের বিজেপির সহ সভাপতি। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। এর আগে প্রলয়কে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির সাংবাদিক বৈঠকে প্রকাশ করা অডিও ক্লিপ অনুযায়ী, ফোনের এক প্রান্ত থেকে বলতে শোনা যায়, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি। তুমি ইয়াং ছেলে। অনেক কাজ কর। এবার আমাদের একটু সাহায্য করে দাও। দেখবে কোনও অসুবিধা হবে না’।