WB By Election 2024: 'মানুষ ওদের বিশ্বাস করছে না', উপনির্বাচনে জিততেই বিরোধীদের আক্রমণ ফিরহাদের
Firhad Hakim: 'মানুষ ওদের বিশ্বাস করছে না', উপনির্বাচনে জিততেই বিরোধীদের আক্রমণ ফিরহাদের। 'ওদের পায়ের তলার মাটি সরে গেছে', মন্তব্য ফিরহাদের।
লোকসভার উল্টো ফল। মহারাষ্ট্রে ক্ষমতা দখলের পথে বিজেপি জোট। অনেক পিছিয়ে কংগ্রেস জোট। কিছু তো গোলমাল হয়েছে, এটা জনতার রায় নয়, প্রতিক্রিয়া সঞ্জয় রাউথের। ঝাড়খণ্ডে বুথ ফেরত সমীক্ষাকে উল্টে দিয়ে ভাল ফল ইন্ডিয়া জোটের। এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পেরলো কংগ্রেস-জেএমএম জোট। অনেক পিছিয়ে বিজেপি। ছয়ে ছয়। নৈহাটি, হাড়োয়া, সিতাই, মেদিনীপুর, তালডাংরায় জয়ী তৃণমূল। মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। অহঙ্কারেই পরাজয়, বিস্ফোরক বার্লা। ওয়েনাডে নতুন রেকর্ড করে জয় প্রিয়ঙ্কার। দাদার থেকেও জয়ের ব্যবধান বাড়ালেন বোন। জিতলেন চার লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে। খুশি রবার্ট বঢ়রা।






















