(Source: ECI/ABP News/ABP Majha)
TMC News: ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে, বার্তা কল্যাণের
ABP Ananda Live: ঝাড়খণ্ডে স্টিয়ারিং জেএমএমের হাতে। মহারাষ্ট্রে ধরাশায়ী কংগ্রেস। ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে। বার্তা কল্যাণের। গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। উপনির্বাচনে ৬/৬ তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীদের বার্তা কল্যাণের। 'ইগো ছেড়ে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতাকে তুলে ধরুন'। 'কংগ্রেস-সহ অন্যন্য বিরোধ দল তাদের ব্যর্থতা স্বীকার করুক'। 'কংগ্রেসের ব্যর্থতা স্বীকার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু সম্ভব নয়', বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও খবর, ঘাটালে শিশু মেলা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবের সামনেই সংঘর্ষে জড়ালেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীরা। লাঠি, বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল দেবের এক অনুগামীর। এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে শীর্ষ নেতৃত্ব। চাওয়া হয়েছে রিপোর্ট। এবার কি শাস্তির মুখে শঙ্কর দলুই?
ছুটির দিনে শহরে ফের আগুন আতঙ্ক। এবার কলকাতা মেডিক্যাল কলেজে আগুন। মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। দোতলার বাথরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান তাঁরা। সন্ধেয় হাসপাতালে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাঁদের পরিবার-পরিজনদের মধ্যে।