West Bengal Election 2021: ধরমপুরে BJP প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া, চুরমার গাড়ির কাচ, উঠল ‘গো ব্যাক’ স্লোগানও
দফায় দফায় সংঘর্ষ বোলপুরে। জায়গায় জায়গায় বিজেপি (BJP) প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। এবার ধরমপুরে বিক্ষোভের মুখে অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। ধরমপুরে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। লাঠি দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। পাথর ছোড়াছুড়ি হয়। বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। পাল্টা হামলা হয়। সবমিলিয়ে রণক্ষেত্রর চেহারা নেয় বোলপুর। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের সামনেই হামলা তৃণমূলের, অভিযোগ অণির্বানের। 'হার বুঝতে পেরে হামলা তৃণমূলের। নেপথ্যে পিসি-ভাইপোর গুণ্ডারা', বলেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ। পাল্টা তৃণমূলের (TMC) তরফে জানানো হয়, বিজেপি প্রার্থীই অশান্তিতে প্ররোচনা দিয়েছেন। বিজেপির হামলায় তৃণমূলের ৪ কর্মী আহত হয়েছেন বলেও দাবি। পরে পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।