West Bengal Election 2021: 'হেরে যাচ্ছেন বুঝতে পেরেই মানুষকে উত্তেজিত করছেন মমতা' : দিলীপ
নন্দীগ্রামে (Nandigram) বেশ কিছু বুথে অশান্তির খবর পাওয়া গেছে দিনভর। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘অবাঞ্ছিত যেন কেউ বুথে না ঢোকে সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। কাউকে আটকানো হয়েছে বলে হয়তো সমস্যা হয়েছে। সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে পরিচয়পত্র দেখাবেন, ভোট দেবেন। কোনও অসুবিধা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝতে পেরেছেন যে তিনি হেরে যাচ্ছেন, তাই তিনি মানুষকে উত্তেজিত করছেন। তাঁর অভিযোগে যুক্তি থাকলে নির্বাচন কমিশন তা দেখবে। কিন্তু বাইরের লোক নিয়ে এসে ঝামেলা কর উচিত নয়।’ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘এতো ছাপ্পা ভোট ওনার পার্টিও করতে পারবে না। এটা অবাস্তব কথা’।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)