West Bengal Election 2021: 'অমিত শাহের নির্দেশেই কাজ', শীতলকুচির ঘটনা নিয়ে কমিশনে প্রতিবাদপত্র পেশ TMC-র
রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission) কাছে শীতলকুচির ঘটনা নিয়ে প্রতিবাদপত্র পেশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। সাংবাদিক বৈঠকে শীতলকুচির ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল। তাঁদের বক্তব্য, ‘দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। ৪ জন মানুষের প্রাণ চলে গেছে, তিনি তা নিয়ে মানুষ খুনের পক্ষে নিজের মতামত দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর (Central force) এই বেআইনি কার্যকলাপের বিরোধিতা না করে উনি উস্কানিমূলক মন্তব্য করছেন। বিজেপি (BJP) হিংসা ও সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশে কাজ করছে। ভোটে এই ধরণের সন্ত্রাসের কারণে মানুষ ভয়ে ভোট দিতে যেতে চাইবেন না।’






















