Satantika Banerjee: রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে সায়ন্তিকা-রেয়াত। ABP Ananda Live
West Bengal By Election 2024: রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে বসে সায়ন্তিকা-রেয়াত। প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিধানসভার স্পিকারের। এক্ষেত্রে আমি আইনত চিন্তাভাবনা করব, আইনজীবীদের সঙ্গে আলোচনা করব, আমার ক্ষমতা কতটা রয়েছে তা দেখে আমি সিদ্ধান্ত নেব। আমাদের সঙ্গে রাজভবনের কোনওরম যাগাযোগ হয়নি', জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়। ২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ । রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা-রেয়াতের । আজই শপথগ্রহণের জন্য় ২ বিধায়ককে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে চিঠি বরানগর-ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থীদের। শাস্ত্রে কথিত আছে বিনম্র ও মিষ্ট স্বাভাবের ব্যক্তি সব সময় সফল হয়। আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। আপনি সদর্থক ভূমিকা নেবেন আশা করি। গত ২০ বছেরের বেশিরভাগ স্পিকার হয় লড়াই করেনি বা লড়লেও জয়ী হননি। আপনি জয়ী হয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন। এই সংসদে আমাদের বেশরভাগ সাংসদ আপনাকে চেনে, আপনার জীবন সম্পর্কে পরিচিত। একজন সাংস হিসেবে আমি বলব আপনি সাংসদ হিসেবে যে ভাবে কাজদ করেন তার থেকে অনেক কিছু শেখার আছে। যা আমাদের তরুণ সাংসদের অনুপ্রেরণা দেবে। আপনি আপনার নির্বাচনী এলাকায় প্রসূতি ও নবজাতদের জন্য যে ব্যবস্থা করেছেন তা প্রশংসনীয়। আপনি গরিবদের সেবায়ও প্রচুর কাজ করেন। ABP Ananda Live