এক্সপ্লোর
'মেয়েদের সম্মান করার শিক্ষা দেওয়া হোক স্কুল থেকেই', বলছেন অর্পিতা
করোনা পরিস্থিতে এই প্রথমবার মুম্বই থেকে দূরে তিনি। বাড়ির দুর্গাপুজোর ব্যস্ততা নেই এবছর। কিন্তু শ্রীরূপার কাছে এই পুজোয় রয়েছে 'গুলদস্তা'। লকডাউন কাটিয়েছেন কলকাতার বাড়ি 'উৎসব'-এ। সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেড়েছে সম্পর্ক। তবে সযত্নে এড়িয়ে চলেন রোজনামচা শেয়ার করার রীতি। মেয়েদের ক্ষমতায়ন দেখানো হবে, এমন চরিত্রে অভিনয় করার স্বপ্ন তাঁর। এবিপি আনন্দের সঙ্গে অকপট আড্ডায় অর্পিতা চট্টোপাধ্যায়।
আরও দেখুন






















