Soham Chakraborty Exclusive: যারা সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং করে, তারা অতৃপ্ত আত্মা: সোহম
পরনে সাদা পাজামা, পাঞ্জাবি। হন্তদন্ত হয়ে এসেই বললেন, 'সরি, একটু অপেক্ষা করতে হল'। নির্দিষ্ট চেয়ারে বসে এক কাপ কফি আনিয়ে নিলেন কেবল। একবার চুমুক দিয়ে বললেন, 'আপনি ছবি নিয়ে কথা বলবেন তাই না? 'দুজনে' -তে আমার নামটা.. হ্যাঁ মনে পড়েছে। অমর। বলুন..' শুরু হল পুরোদস্তুর রাজনৈতিক এক নেতার রুপোলি পর্দায় ফেরার গল্প। এবিপি লাইভের সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেতা সোহমকে যেন ছাপিয়ে গেলেন বিধায়ক সোহম চক্রবর্তী। একদিকে রাজনীতি, বিধায়কের দায়িত্ব, অন্যদিকে অভিনয়, কী করে সামলাচ্ছেন সোহম? হাসতে হাসতে অভিনেতা বললেন, 'এটা আমার নিজের কাছেও একটা বড় প্রশ্ন। যখন 'দুজনে' সিরিজটা শ্যুট করি, তখন রাজনৈতিকভাবে এতটা ব্যস্ত ছিলাম না। এখন আবার ব্যস্ততা বেড়েছে, তাই শ্যুটিংয়ের চাপ একেবারে কমিয়ে ফেলেছি। তবে দুটো একসঙ্গে আসলেও মানিয়ে নেব। মানসিকভাবে তৈরী সেটার জন্য।'






















