Rahul Mukherjee: ফেডারেশনের বিরুদ্ধে গিয়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে বাংলার পরিচালকরা
ABP Ananda Live: ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে শ্যুটিং করতে যাওয়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা নিয়ে বিতর্ক চলছেই। ইতিমধ্যে পরিচালকের পাশে দাঁড়িয়েছেন টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাধিক পরিচালক, অভিনেতা। এই অবস্থায় বৃহস্পতিবার বৈঠকে বসছে ডিরেক্টরস গিল্ড।
বাংলা চলচ্চিত্রের আঙিনায় রাহুল মুখার্জি আমার অনুজপ্রতিম। নতুন ছবি তৈরি করার ক্ষেত্রে প্রথমে ছবির পরিচালক হিসেবে এবং পরে ছবির সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করার ক্ষেত্রে আগামী তিন মাসের জন্যে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন চলচ্চিত্র ফেডারেশন। তার কারণ, তিনি ফেডারেশনের অনুমতি না নিয়ে বাংলাদেশে কোনও কাজ পরিচালনা করেছেন। এ বিষয়ে রাহুল পরবর্তীতে লিখিতভাবে মার্জনা চাইলেও ফেডারেশন শাস্তি দিয়েছেন রাহুলকে। আমি ফেডারেশনের তরফে রাহুলের বিরুদ্ধে এহেন পদক্ষেপের বিরুদ্ধমত প্রকাশ করি।
তাৎপর্যপূর্ণভাবে, আদ্যন্ত বামপন্থী হিসাবে পরিচিত, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের পোস্টটি রি-পোস্ট করে, তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন, ফেডারেশনের কিছু পদক্ষেপে টলিউডের ক্ষতি হচ্ছে। রাহুল স্পষ্ট করে বলে গেলে ভাল করত। কিন্তু তার জন্য এই জটিলতা অবাঞ্ছিত। বহু প্রযোজক, পরিচালক বিরক্ত। আজ কেউ মুখ খুলছে না। ভবিষ্যতের জন্য তোলা থাকছে। সিঙ্গল বুম বাইট - স্বরূপ বিশ্বাস, তৃণমূল নেতা ও সভাপতি, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়া ফেডারেশনের মাথায় রয়েছেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস।আর তাদের সংগঠনের কাজ নিয়েই সরব হচ্ছেন তৃণমূল নেতা বিধায়ক থেকে শুরু করে অরিন্দম শীলের মতো পরিচালকও, যাঁকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একুশে জুলাইয়ের মঞ্চে একাধিকবার দেখা গেছে।