Dino Morea: এবার ইকোনমিক অফেন্স উইংয়ের জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা দিনো মোরিয়া
ABP Ananda Live: মুম্বইয়ে মিঠি নদী সাফাই প্রকল্প মামলায় ৬৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবার ইকোনমিক অফেন্স উইংয়ের জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা দিনো মোরিয়া। তলব পেয়ে সকাল ১১ টায় ইকোনমিক অফেন্স উইংয়ের অফিসে হাজিরা বলিউড অভিনেতার।
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ, মিলল রফাসূত্র ?
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ। পরীক্ষা না দিয়ে কীভাবে স্কুলের চাকরিতে বহাল ? মিলল রফাসূত্র ? বিকেল ৪.৩০: চাকরিহারা শিক্ষকদের সাংবাদিক বৈঠক।বিকাশভবনে চাকরিহারা শিক্ষক-সরকারের দেড় ঘণ্টার বৈঠক। ৩১ মে-র মধ্যে SSC-কে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা ? মিলল সমাধানসূত্র ? বিকাশভবনে ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক ।
ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারাদের একাংশ
ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারাদের একাংশ। অবসরকালীন বেঞ্চে আবেদনের ভাবনা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সাংসদদের সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করবেন। দিল্লির যাত্রা দুই প্রতিনিধির।






















