Saif Ali Khan: 'যে গ্রেফতার হয়েছে,সে আমার ছেলে, ফুটেজের ব্যক্তি অন্য',সেফের উপর আক্রমণের ঘটনায় রহস্য
ABP Ananda LIVE : সেফ আলি খানের উপর হামলাকারীর পরিচয় নিয়ে এখনও রহস্য ।'সিসি ফুটেজে যাকে দেখা যাচ্ছে, সে আমার ছেলে নয়'।'যাকে গ্রেফতার করা হয়েছে, সে আমার ছেলে, ফুটেজের ব্যক্তি অন্য'।সেফের উপর হামলায় অভিযুক্ত বাংলাদেশির পরিচয় নিয়ে দাবি পরিবারের।'ফুটেজের ব্যক্তির সঙ্গে ধৃত শরিফুলের চেহারায় অনেক অমিল'।হামলাকারী অভিযোগে ধৃতকে নিয়ে দাবি আইনজীবীরও।যাকে হামলাকারী বলে গ্রেফতার, তাহলে সে কি ধৃত শরিফুল নয়?
স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:
এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।






















