Filmstar: কলকাতায় 'ডিয়ার মা'-র শ্যুটিংয়ে অনিরুদ্ধ, মুক্তি পেল ঋতুপর্ণা-প্রসেনজিতের 'অযোগ্য', নজরে 'ফিল্মস্টার'
নয় নয় করে অনিরুদ্ধ রায়চৌধুরীর নবম ছবি। নামেই জড়িয়ে এক চিরন্তন ভালবাসার বন্ধন, ডিয়ার মা। চেনা মেজাজে অনিরুদ্ধ নিজের বন্ধুদের ডেকে নিয়ে শ্যুটিং করছেন কলকাতায়। আর শ্যুটিংয়ের এক্সক্লুসিভ কভারেজ শুধুমাত্র এবিপি আনন্দে। মুক্তির দিনেই অযোগ্যর হাউজ ফুল শোয়ে দর্শকদের সামনে প্রসেনজিৎ, শিলাজিৎ। সেখান থেকে সোজা প্রিমিয়ারে। ৩০ বছরের ফিল্মি কেরিয়ারে ঋতুপর্ণা-প্রসেনজিতের অযোগ্য সিনেমার সংখ্যায় হাফ-সেঞ্চুরি করার পর দর্শকদের ভালবাসায় সাফল্যের সেঞ্চুরি কি করবে? বিষয়টি কি কাকতালিয়? অনির্বাণ ভট্টাচার্যের পর অর্ণ মুখোপাধ্যায়ও শেকসপিয়রের নাটক অবলম্বনেই পা রাখছেন পরিচালনার দুনিয়ায়। অথৈ-এর ট্রেলার লঞ্চেই বিষয়টি ব্যখ্যা করলেন তাঁরা। সব ভূত ভূতুড়ে নয়। ভূতেদের জীবনেও মজাদার গল্প থাকতেই পারে। মুঞ্জায়া এমনই এক কাহিনি নিয়ে বড় পর্দায় হাজির হয়েছে। আর সেই মজাদার ভূতের অদ্ভুতুড়ে কিসসা শোনালেন মোনা সিং, শর্বরী ওয়াঘ এবং অভয় বর্মা।
![Chhava: 'ছাবা' নিয়ে একান্ত আড্ডায় ভিকি-রশ্মিকা, কী জানালেন অভিনেতা-অভিনেত্রী? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/adca17ee844d8ef8cec163150c323d731739358056455967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![FilmStar: পরিণত প্রেমের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে অরিন্দম শীলের নতুন ছবি উৎসবের রাত্রি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/475b6276a47bd92ec54438a7a668ec341739338837301967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tollywood News : ২দিন পরে স্টুডিওপাড়ায় কাটছে জট। সোমবার থেকেই ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/bf66036822f9542261fb87b1031e910d1738988122896535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tollywood News:'রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হলে সেটা অনভিপ্রেত',স্টুডিওপাড়ায় সংঘাত নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/4ed9ba03d19f5c27b7726059a4cb486f1738980970239535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tollywood News : টেকনিশিয়ান-ডিরেক্টর সংঘাতে অরূপ-ইন্দ্রনীলের দৌত্য, ২দিন পরে স্টুডিওপাড়ায় কাটছে জট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/06862de99f24995b609988256b77e82b1738978108182535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)