Sonu Sood: পথ দুর্ঘটনায় জখম অভিনেতা সোনু সুদের স্ত্রী, প্রযোজক সোনালি সুদ | ABP Ananda Live
ABP Ananda LIVE: পথ দুর্ঘটনায় জখম অভিনেতা সোনু সুদের স্ত্রী, প্রযোজক সোনালি সুদ। সোমবার গভীর রাতে মুম্বই-নাগপুর হাইওয়েতে পথ দুর্ঘটনার শিকার হয় সোনালি সুদের গাড়ি। সূত্রের খবর, গাড়িতে সোনালির সঙ্গে তাঁর বোন এবং বোনের ছেলেও ছিলেন। সোনালির বোনের ছেলেই গাড়িটি চালাচ্ছিলেন। আহত সোনালি সুদ নাগপুরের একটি । হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই নাগপুরে পৌঁছে গিয়েছেন সৌনু সুদ। সংবাদ মাধ্যমকে সোনু জানিয়েছেন, সোনালি বিপন্মুক্ত এবং তাঁর আঘাত গুরুতর নয়। তবে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।
সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর।
মূলত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।'তেনাদে'র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।






















