Khadan: 'আমাদের অফ স্ক্রীন বন্ধুত্বটাই অন স্ক্রীনে দেখা গেছে', বললেন অভিনেতা যীশু সেনগুপ্ত
ABP Ananda Live: 'আমাদের অফ স্ক্রীন বন্ধুত্বটাই অন স্ক্রীনে দেখা গেছে', বললেন অভিনেতা যীশু সেনগুপ্ত। দিন বড় হবে বড় দিনের পর থেকে। আর বড় হবে সেলিব্রেশনের বহরও। টিম খাদানের জন্য। তার আগে আজ স্টুডিওতে রয়েছেন দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল এবং পরিচালক সুজিত রিনো দত্ত। কালে শো পাওয়া নিয়ে ক্ষোভ আর বিকেলেই হাসি ফুটল অভিনেতার মুখে। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সেই কথা জানালেন দেব (Dev)। 'বুক মাই শো' (Book My Show)-তে ট্রেন্ডিং 'খাদান' (Khadaan)। দেব, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), ইধিকা পাল (Idhika Paul), বরখা বিস্ত (Barkha Bisth), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-র ছবি। রাত পোহালেই মুক্তি পাবে এই ছবি। তার আগের দিন অর্থাৎ বুধবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন দেব। 'খাদান' ছবিটি উত্তর ও দক্ষিণ দুই কলকাতার মধ্যেই একাধিক সিঙ্গল স্ক্রিনে ছবি পেয়েছে। তবে 'খাদান' দেখা যাবে না 'নন্দন' প্রেক্ষাগৃহে। তবে প্রিয়া সিনেমা হল, স্টার থিয়েটার, অশোকা সিনেমা বেহালা, মেনকা সিনেমা, সোনালী-ডানলপ -এ শো পেয়েছে 'খাদান'। এছাড়া মাল্টিপ্লেক্সে একাধিক শো পেয়েছে 'খাদান'। ১টি মাল্টিপ্লেক্সে সর্বাধিক শো সংখ্যা ৩টে। অন্যদিকে শো পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে 'সন্তান' ছবিটিও। দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে জায়গা পায়নি 'সন্তান'।






















