Entertainment News:অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'ডিয়ার মা', মিউজিক লঞ্চ অনুষ্ঠান আয়োজিত হল ভারতীয় জাদুঘরে
ABP Ananda LIVE: আবহমানকাল থেকে যে সম্পর্ক চিরন্তন, সেই সম্পর্কের সুরে-বাঁধা কাহিনির উদযাপন শ্রোতাদের মন ছুঁয়ে গেল, এক অনন্য অনুভূতি রেখে গেল। ডিয়ার মায়ের মিউজিক লঞ্চ এক অভিনব আয়োজনের স্বাদ দিল সবাইকে।
অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'ডিয়ার মা'-এর। মিউজিক লঞ্চ অনুষ্ঠান আয়োজিত হল ভারতীয় জাদুঘরে। এক সম্মোহক সঙ্গীত সন্ধ্যায় লাইভ মিউজিক পরিবেশন করলেন গ্র্যামি পুরস্কারজয়ী। সঙ্গীতশিল্পী ব্যারি ফিলিপস এবং ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। ডুয়েট গাইলেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং উজ্জয়িনী। ছোট্ট প্রশ্মিতার গানও সবার মন ছুয়ে গেল
এই অনুষ্ঠানে।
নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ৩০-৩৫টি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠল। প্রতিবাদে নিউ আলিপুরে পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা। অভিযোগ, তোলা না পেয়ে পার্ক করা পণ্যবাহী ট্রাকগুলিতে ভাঙচুর চালায় নিউ আলিপুর থানার পুলিশ। সার দিয়ে দাঁড় করানো কাচ ভাঙা ট্রাক। অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি, ট্রাকগুলির টায়ার পাংচার করে দেয় পুলিশ। পুলিশের দাবি, কোনওমতেই রাস্তা অবরোধ করা যাবে না। অভিযোগ থাকলে পুলিশের কাছে জানাতে হবে। অভিযোগ খতিয়ে দেখে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।






















