Dear Maa: কাউন্ট ডাউন শুরু । আনুষ্ঠানিকভাবে ট্রেলার লঞ্চে 'ডিয়ার মা' | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মাম্মার সঙ্গে মা ডাকটার পার্থক্য কোথায়? রক্তের সম্পর্ক না ভালবাসার টান? কোনটা বড়? উত্তরের অন্বষণেই ঝড় তুলে দিয়েছে ডিয়ার মায়ের ট্রেলার।কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ট্রেলার লঞ্চের পর থেকেই উত্তেজনার পারদও চড়ছে ডিয়ার মা-এর । আনুষ্ঠানিক ট্রেলার লঞ্চে নতুন এই ছবিকে ঘিরে জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায়সান্যাল, সায়ন মুন্সী, পদ্মপ্রিয়া...সবার উচ্ছ্বাসই ধরা পড়ল ক্যামেরায়। ১০ বছর পর অনিরুদ্ধ রায়চৌধুরীর বাংলা সিনেমা আসছে। সবাই এখন ১৮ জুলাইয়ের অপেক্ষায়
আরও খবর....
কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকাণ্ডে মৃত ১। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল, বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা বাঁধা হচ্ছিল। অভিযোগের আঙুল ছিল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তুফান দাগি দুষ্কৃতী। তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ১০ দিন আগে জেল থেকে ছাড়া পায় তুফান। জেল থেকে বেরিয়ে সে কেন বোমা বাঁধছিল? কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকল কীভাবে? পুলিশ কী করছিল? উঠছে একাধিক প্রশ্ন।





















