Korpur: ৩৪ জনের বড় টিম নিয়েই কর্পূরের শ্যুটিংয়ে মাঠে নামছেন পরিচালক অরিন্দম শীল
ABP Ananda LIVE: কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্য়ায়ের অন্তর্ধান রহস্য়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে । অরিন্দম শীলের ছবি কর্পূর। কুণাল ঘোষ অভিনয় দুনিয়ায় তাঁর সফর শুরু করছেন এই পলিটিক্যাল থ্রিলারের হাত ধরেই
আরও খবর...
৩৪ জনের সুবিশাল তারকা তালিকা। এত বড় টিম নিয়েই কর্পূরের শ্যুটিংয়ে মাঠে নামছেন পরিচালক অরিন্দম শীল। দীর্ঘ ২০ বছরের একটা সময়ের ব্যবধান ধরা পড়বে তাঁর এই ছবিতে। প্রতিটি চরিত্রেরই দুটি সময়কালের ভূমিকা এই ছবির অন্যতম চ্যালেঞ্জ। কেন্দ্রীয় চরিত্র মৌসুমী সেনের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ব্রাত্য বসু,সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন এই ছবিতে। কর্পূরের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রাখছেন কুণাল ঘোষ। ছবিতেও রাজনীতিবিদের ভূমিকাতেই অভিনয় । করছেন তিনি। লালবাজারের গোয়েন্দা অফিসারের ভূমিকায় রয়েচেন ব্রাত্য বসু।






















