Manoj Mitra : 'চিরকাল দাপটের সঙ্গে কাজ করেছেন', মনোজ মিত্রের স্মৃতিচারণায় বললেন বিভাস চক্রবর্তী
ABP Anana Live : 'মনোজ মিত্র একাধারে অভিনেতা , চলচিত্র পরিচালক , থিয়েটার ব্যক্তিত্ব। চিরকাল উৎপল দত্তেরমত দাপটের সঙ্গে কাজ করেছেন। অসাধারণ দখল ছিল নাটকে। বহু চরিত্রকে প্রাণ দিয়েছেন। বহুল জনপ্রিয়তা কুড়িয়েছেন মনোজ', প্রয়াত শিল্পী মনোজ মিত্র প্রসঙ্গে বললেন অভিনেতা বিভাস চক্রবর্তী।
প্রয়াত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra Passes Away)। আজ সকাল ৮টা ৫০ মিনিটে জীবনবসান হয় তাঁর। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্ব। ৮৬ বছর বয়স হয়েছিল তাঁর। নাট্যকলায় অনন্য অবদানের জন্য ২০১৬ সালে 'সেরা বাঙালি' সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।
তপন সিংহের ছবি 'বাঞ্চারামের বাগান'-এ তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মত পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তী। নাটকের সঙ্গে তাঁর ভালবাসা ছিল সেই ছোটবেলা থেকেই।