Filmstar : সিনেমার পর্দা থেকে ওটিটি, ডিসেম্বর জুড়ে বিনোদনের তালিকায় রয়েছে কী কী আকর্ষণ ?
Filmstar : ডিসেম্বর জুড়ে পুষ্পা টু, খাদান, বেবি জন ছাড়াও বিনোদনের তালিকায় আরও অনেক আকর্ষণ রয়েছে। সিনেমার পর্দা থেকে ওটিটি। বছর শেষে রহস্য, রোমাঞ্চ, অ্যাকশন আর ড্রামা থাকছে ভরপুর। খবরের খোঁজে যে কোনও বাধা পেরিয়ে যাওয়ার কাহিনি। এক সাংবাদিকের সত্য অন্বেষণের কাহিনি। মনোজ বাজপেয়ী এবার সাংবাদিকের ভূমিকায়। জি ফাইভে মুক্তির অপেক্ষায় রয়েছে ডেসপ্যাচ। জঙ্গলের রাজার গর্জন শোনা যাবে সাল শেষে। মুফাসার সঙ্গে টক্কর নেওয়ার সাহস কে দেখাবে? অন্যদিকে জীবন বাজি রেখে খেলার মাঠে নামবে অনেক প্রতিযোগী। স্টুইড গেমের নতুন সিজনের চর্চায় নেটিজেনদের নজর আছে।
দেব আর বরখার অনস্ক্রিন ম্যাজিক। খাদানের নতুন গান 'হায়রে বিয়ে'-র ছন্দে জমিয়ে দিয়েছেন দু'জনে। বরখাকে সঙ্গে নিয়ে মিউজিক লঞ্চের অনুষ্ঠান নাচের ছন্দেই মাতিয়ে দিলেন দেব। খাদানের নতুন গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, জুন বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ নন্দী।