Filmstar: ২৬ জানুয়ারি বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ‘বিনয় বাদল দীনেশ’ | Bangla News
স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি ‘বিনয় বাদল দীনেশ’ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ২৬ জানুয়ারি। তার আগে প্রকাশ্যে এল ছবিটির গানের ভিডিও ‘স্বাধীন হবে দেশ’। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন সৌম্য ঋত। ছবিটিতে অভিনয় করেছেন বিনয় বসুর চরিত্রে কিঞ্জল নন্দ, বাদল গুপ্তর চরিত্রে অর্ণ মুখোপাধ্যায় এবং দীনেশ গুপ্তর ভূমিকায় রেমো। শাশ্বত চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন অরুণ রায়।
১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে অর্পিতা চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক সেন, বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল বন্দোপাধ্যায় অভিনীত ‘আবার কাঞ্চনজঙ্খা’। ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দে।
জি ফাইভে ২৬ জানুয়ারি মুক্তির অপেক্ষায় অর্জুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, চিত্রাঙ্গদা শতরূপা অভিনীত ‘মুক্তি’। সিরিজটি মুক্তির আগে এবিপি আনন্দের মুখোমুখি কলাকুশলীরা।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সৌরেন্দ্র -সৌম্যজিতের নতুন প্রয়াস। ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সহজভাবে উপস্থাপিত করলেন তাঁরা। ভারতবাসী হিসাবে আমাদের শপথ, আদর্শ, অধিকার যা কিছু রয়েছে সংবিধানের প্রস্তাবনায় তাই প্রতিফলিত হল তাঁদের নতুন গানে। নতুন মিউজিক ভিডিও ‘হাম ভারত কে লোগ’-এর শ্যুটিং হল ময়দানে।
২৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওয় মুক্তির অপেক্ষায় ‘গহেরায়িয়া’।