Kolkata : লোকসংগীত 'লীলাবালি' রিক্রিয়েট করলেন সঙ্গীত শিল্পী মানসী ঘোষ ও ঈশান মিত্র
ABP Ananda LIVE : লোকসংগীত 'লীলাবালি' রিক্রিয়েট করলেন সঙ্গীত শিল্পী মানসী ঘোষ ও ঈশান মিত্র। গড়িয়াহাটের রুফটপ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল মিউজিক ভিডিও। গানের ভিডিওতে দেখা গেছে দর্শনা বণিক এবং সঙ্গীত শিল্পী মানসী ঘোষ ও ঈশান মিত্রকেও।
আরও খবর...
দিশা পাটানির বাড়ির সামনে গুলি, যোগী রাজ্যে ২ অভিযুক্তর মৃত্যু পুলিশ এনকাউন্টারে
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ থাকা ২ ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশি এনকান্টারে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটেছে এই এনকাউন্টার। মৃত ২ ব্যক্তির বিরুদ্ধে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়ির সামনে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ ছিল। পুলিশ সূত্রে খবর, এই ২ ব্যক্তিই একটি কুখ্যাত আন্তর্জাতিক অপরাধ দলের সঙ্গে যুক্ত ছিল।
গত ১২ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের বরেলিতে দিশা পাটানির পৈতৃক বাড়ির সামনে চলেছিল গুলি। বরেলির সিভিল লাইন্স এলাকায় রয়েছে দিশা পাটানির পৈতৃক বাড়ি। পুলিশ জানিয়েছিল, ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ সেদিন গুলি চলেছিল। ভোররাতে এমন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় এলাকায়। চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। দিশা পাটানির এই বাড়িতে থাকেন তাঁর বাবা, মা এবং বড় দিদি খুশবু পাটানি। দিশার বাবা জগদীশ সিং পাটানি, পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারইনটেনডেন্ট।






















