New Bengali Film: প্রকাশ্যে 'অল্প হলেও সত্যি'-র ট্রেলার| Bangla News
পুজোয় মুক্তি পেয়েছে এক ঝাঁক বাংলা ছবি। বন্ধু-বান্ধব অথবা পরিবার নিয়ে প্যান্ডেল হপিংয়ের সময় ইতিমধ্যেই সিনেমাপ্রেমী দর্শকরা দেখে ফেলেছেন সেই ছবি গুলি। যদিও শুরু থেকেই সেই দৌড়ে পা মেলাতে একদমই নারাজ ছিলেন পরিচালক সৌমজিত আদক। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সৌমজিতের ডেবিউ ছবি 'অল্প হলেও সত্যি'র টিজার।
এবার মুক্তি পেল ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। রূপ প্রোডাকশনের ব্যানারে, অঙ্কিত দাস ও সুরেশ তোলানির ছবি 'অল্প হলেও সত্যি'তে অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, ঋষভ বসু, সৃজনী মিত্র-সহ আরও অনেকেই। ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মনে একটা কৌতূহল তৈরি করেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।






















