এক্সপ্লোর
Mother's Day Exclusive: লাঠি দিয়ে মারার পর পিঠে সেঁক দিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের মা
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পাঁচ মাস বয়সে মাকে হারিয়েছিলেন। জ্ঞান হওয়ার আগেই মাতৃহারা হয়েছিলেন ছোট্ট 'মোহন'। একরত্তি ছেলের দায়িত্ব কে নেবে এমনই সাত পাঁচ ভেবে বাবা তাঁকে রেখে এলেন পিসতুতো এক বোনের কাছে। সেই বাড়িতে এসেই নাম বদলে গেল তাঁর। দিদা বললেন, 'আমার পরাণের ধন।' সেই থেকেই নাম হল পরাণ। দিদাকে ডাকতেন 'দাদু' বলে, আর মা? সেই পিসিকে। সম্পর্ককে স্বীকার করেননি কখনও আমৃত্যু তিনিই পরাণ বন্দ্যোপাধ্যায়ের 'মা'। 'দস্য়ি' পরাণ বন্দ্যোপাধ্যায়কে কখনও তিনি শাসন করেছেন, কখনও বেঁধেছেন স্নেহে, আদরে। মাতৃদিবসের আগে সেই মায়ের কথা বলতে গিয়ে কখনও আবেগে গলা বুজে এল অভিনেতার, কখনও মুখে ফুটে উঠল স্মৃতিমাখা হাসি।
আরও দেখুন






















