এক্সপ্লোর
সুশান্ত আত্মহত্যা তদন্তে এবার কি জিজ্ঞাসাবাদ আদিত্য চোপড়াকেও?
সুশান্ত সিংহের আত্মহত্যার তদন্তে, যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডাকা হতে পারে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও। প্রসঙ্গত উল্লেখ্য শানো শর্মা মুম্বইয়ের ফিল্মজগতে অত্যন্ত প্রভাবশালী। রণবীর কপূর, অর্জুন কপূরের মতো তারকাদের তিনি ব্রেক দিয়েছেন। শুক্রবার সুশান্তের বন্ধু রিয়া চক্রবর্তীকে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিয়া বলেছেন, এক বছর আগে সুশান্ত তাঁকে বলেছিলেন যশরাজ ফিল্মস ছেড়ে দিতে।
আরও দেখুন






















