এক্সপ্লোর
Rudranil Ghosh Exclusive: সেলুলয়েডে 'ময়দান' কাঁপাচ্ছেন পর্দার শুভঙ্কর সেনগুপ্ত, অজয় অভিনীত ছবি নিয়ে আড্ডায় রুদ্রনীল ঘোষ
রাজনীতির ময়দানে আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট পাননি। তবে রিল লাইফে এখন তিনি আক্ষরিক অর্থেই 'ময়দান' কাঁপাচ্ছেন। তিনি অভিনেতা রুদ্রনীল ঘোষ। বড়পর্দায় মুক্তি পেয়েছে নতুন হিন্দি ছবি 'ময়দান'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। সেই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল। চরিত্রের নাম শুভঙ্কর সেনগুপ্ত। ভূয়সী প্রশংসা পাচ্ছে তাঁর কাজ। সেই ফাঁকে বলিউডে কাজ, তাবড় অভিনেতা, পরিচালকের সঙ্গে, প্রযোজকের সঙ্গে কাজের অভিজ্ঞতা শোনালেন রুদ্রনীল, উঠে এল রাজনীতির প্রসঙ্গও।
আরও দেখুন






















