এক্সপ্লোর
Sajborsho: রিলায়েন্স ট্রেন্ডসের 'সাজবর্ষ' উপলক্ষ্যে প্রকাশিত হল নতুন মিউজিক ভিডিও, অংশ নিলেন আবীর, ইমন, দর্শনা
নববর্ষ মানেই নতুন জামা, নতুন সাজ। সেই ভাবনাকে নিয়েই রিলায়েন্স ট্রেন্ডস আয়োজন করেছিল সাজবর্ষ-এর। বৃহস্পতিবার কলকাতার অবনি মলে আয়োজন হয়েছিল একটি অনুষ্ঠানের। তবে এই অনুষ্ঠানের সূচনা কিন্তু একদিনের নয়, এক মাস আগে থেকে আয়োজন করা হয়েছিল। রিলায়েন্স ট্রেন্ডসের তরফ থেকে আয়োজন করা হয়েছিল দুটি প্রতিযোগিতার। প্রতিযোগীরা হয় খালি গলায় গানের ভিডিও পাঠাতে পারবেন, অথবা ছবি, রিল। যাঁরা গানের জন্য মনোনীত হবেন, তাঁরা গলা মেলানোর সুযোগ পাবে ইমন চক্রবর্তীর সঙ্গে। আর যাঁরা ফ্যাশানের প্রতিযোগিতায় অংশ নেবেন, তাঁরা স্ক্রিনশেয়ার করার সুযোগ পাবেন আবীর চট্টোপাধ্যায় ও দর্শনা বণিকদের সঙ্গে।
আরও দেখুন






















