এক্সপ্লোর
Salman Khan: বছর ১৩ বাদে কলকাতায় আসছেন সলমন খান, অনুষ্ঠানে তারকার মেলা। Bangla News
বছর ১৩ বাদে কলকাতায় আসছেন সলমন খান। আগামী বছরের শুরুতেই, ২০ জানুয়ারি ‘দবং - দ্য ট্যুর রিলোডেড কলকাতা’-র বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের ভাইজান। সলমনের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন সোনাক্ষী সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, প্রভু দেবা, আয়ুষ শর্মা, সুনীল গ্রোভার, গুরু রণধাওয়া সহ বহু তারকা। ইতিমধ্যেই কলকাতায় এই বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং সলমন খানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে গিয়েছে তাঁর টিম। ইকো পার্কে হবে অনুষ্ঠানটি।
আরও দেখুন






















