Debolina on Sandip Ghosh: সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রমাণ করল, জুনিয়র ডাক্তাররা ভুল ছিল না: দেবলীনা
এবার আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই। তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর-এর অভিযোগে গ্রেফতার। ক্রাইম সিন বিকৃতির অভিযোগেও গ্রেফতার সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। ২জনকে গ্রেফতার করল সিবিআই। সন্দীপ ঘোষকে ফের হেফাজতে নিতে আদালতে আবেদন করবে সিবিআই। টালা থানার ওসি-কেও তোলা হবে আদালতে।
গ্রেফতার টালা থানার ওসি, প্রমাণিত হল প্রমাণ লোপাট করেছিল পুলিশ। চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তকে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা পুলিশের। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট। ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে', টালা থানার ওসির গ্রেফতারির পরেই আক্রমণে শুভেন্দু অধিকারী






















