Tapas Paul: 'বাবাকে কখনও রান্না করে খাওয়ানো হল না', তাপস পালের জন্মবার্ষিকীতে আফশোস কন্যা সোহিনীর
ABP Ananda Live: তিনি ছিলেন বাবার আদরের মেয়ে। বাবা কখনও নাকি রান্না করতে দিতেন না। নিজেই সব করে দিয়ে, তারপরে মেয়েকে বলতেন, 'কিছুই পারিস না'। রূপটান থেকে শুরু করে নিজের যত্ন.. সবই শেখা বাবার থেকে। বাবা নিজে তারকা, কিন্তু তিনি রোজ নিজে গাড়ি করে মেয়েকে কলেজে ছেড়ে দিয়ে আসতেন। পাঁচ বছর হল, মাথা থেকে সেই ছাদ সরে গিয়েছে। এখন তিনি অনেকটাই আত্মনির্ভরশীল। তবে বাবাকে কখনও অতীত বলে ভাবতেই পারেন না তিনি। বাড়ির প্রত্যেকটা কোণায় যেন লেগে রয়েছেন বাবা। তাঁর পথে হেঁটে মেয়ে রুপোলি পর্দাতে পা রেখেছিলেন বটে, কিন্তু বর্তমানে তিনি অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে। তাপস পালের জন্মবার্ষিকীতে বাবার স্মৃতি হাতড়ালেন কন্যা সোহিনী পাল (Sohini Paul)। সাক্ষী থাকল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)






















