এক্সপ্লোর
Tangra Blues: বস্তির জীবনেও এত সুর! শুনেই সিনেমা বানানোর স্বপ্ন দেখেন পরমব্রত
কলকাতার বুকে একটা বস্তি, আর সেখানে থাকা কিছু মানুষের লড়াইয়ের গল্প। সেই লড়াইয়ের রসদ যোগায় সুর, মিউজিক। চেনা কলকাতার বুকে থাকা সেই অচেনা জগতের গল্প নিয়ে আসছে সুপ্রিয় সেনের নতুন ছবি ‘ট্যাংরা ব্লুজ’। এবিপি আনন্দের সঙ্গে নববর্ষের নতুন ছবি নিয়ে আড্ডায় মজলেন প্রযোজক, চিত্রনাট্যকার ও গল্পের কেন্দ্রীয় চরিত্র পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও দেখুন






















