এক্সপ্লোর
Film Star: আরিয়া সিজন থ্রি নিয়ে একান্ত আড্ডায় হাজির পুরো টিম | ABP Ananda LIVE
নিজের সন্তানের জন্য মা সবকিছু করতে পারেন। এই বার্তা নিয়েই আরিয়া থ্রি-তে সুস্মিতা সেনের লড়াই। রাম মাধবাণীর জনপ্রিয় সিরিজটির তৃতীয় সিজনে নিজের অভিনয়ে সম্মোহিত করে রেখেছেন সুস্মিতা সেন। সুস্মিতার সঙ্গে সিরিজটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইলা অরুণ এবং বিকাশ কুমার। আরিয়া সিজন থ্রি নিয়ে একান্ত আড্ডায় হাজির পুরো টিম।
আরও দেখুন






















