Kasba News: 'ঘটনাগুলো ঘটছে না ঘটানো হচ্ছে', কসবাকাণ্ডে মন্তব্য আরজি করের নির্যাতিতার পরিবারের
ABP Ananda LIVE: 'ঘটনাগুলো ঘটছে না ঘটানো হচ্ছে', কসবাকাণ্ডে মন্তব্য আরজি করের নির্যাতিতার পরিবারের।
কসবাকাণ্ডে কলকাতা পুলিশের রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
কসবাকাণ্ডে কলকাতা পুলিশের রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। বিস্ফোরক অভিযোগ কলেজ ছাত্রীর। কলেজের ইউনিয়ন রুমে প্রথমে শ্লীলতাহানি। তার পর গার্ড রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ, অভিযোগপত্রে দাবি ছাত্রীর। ভিডিও তুলে ব্ল্যাকমেলেরও অভিযোগ। আর জি কর মেডিক্যাল কাণ্ডের পর এবার ল' কলেজে 'গণধর্ষণ'! সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় । নিজের শিক্ষাপ্রতিষ্ঠানেই 'গণধর্ষণ'-এর শিকার ছাত্রী? ধর্ষণের ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেলের অভিযোগ। গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩ । মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রাক্তন টিএমসিপি নেতা তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র প্র্যাকটিস করে আলিপুর আদালতে। কলেজে অস্থায়ী চাকরিতে যোগ দিয়েছিলেন মনোজিৎ। গভর্নিং বডির সুপারিশে কলেজে অস্থায়ী কর্মী মনোজিৎ: ভাইস প্রিন্সিপাল । অন্য ২ অভিযুক্ত কলেজেরই বর্তমান ছাত্র । ধৃত জাইব আহমেদ কলেজের বর্তমান পড়ুয়া। ধৃত প্রমিত মুখোপাধ্যায়ও কলেজের বর্তমান পড়ুয়া । গণধর্ষণের অভিযোগে গতকাল রাতেই গ্রেফতার ৩ । চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের । ধৃত ৩ জনের ৪ দিনের পুলিশ হেফাজত । ২৫ জুন: সন্ধে ৭.৩০ থেকে ১০.৫০-এর মধ্যে ঘটনা: পুলিশ সূত্র । কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষীরা, উঠছে প্রশ্ন ।


















