Adhir on Abhishek: 'BJP-কে খুশি করতে কংগ্রেসের বিরোধিতা করছে TMC', অভিষেকের পাল্টা অধীর।Bangla News
"আমরা সবাই বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করছি। এখানে সবাই কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে এসেছে। ফেসবুক, ট্যুইটারে লড়াই নয়, মাঠে নেমে লড়ে তৃণমূল (TMC)। গত ৮ বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হেরেছে। আর গত ৮ বছর ধরে বিজেপি তৃণমূলের কাছে হেরে চলেছে।“ আসামের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই প্রসঙ্গে পাল্টা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "বিজেপি ও তৃণমূলের আক্রমণের অভিমুখ কংগ্রেস। বিজেপি সকাল থেকে রাত পর্যন্ত কংগ্রেস ও রাহুল গাঁধীকে গালাগালি করে। একই কাজ করছে বিজেপির ছোট ভাই হিসেবে তৃণমূল। কংগ্রেসকে দিয়ে হবে না, রাহুল গাঁধীকে দিয়ে হবে না। বিজেপির বিরুদ্ধে লড়াই তো তোমরা কোথায় লড়াই করেছে দেখাও? সারা ভারতে কে লড়ছে? ট্যুইট করে তো সারা দেশের মানুষকে বলছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আজ বিজেপিকে খুশি করতে কংগ্রেসের বিরোধিতা করছে তৃণমূল।"