Air India: ভয়াবহ বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটি? পাইলটের ভুল? নাশকতা? কী রয়েছে দুর্ঘটনার নেপথ্যে?
ABP Ananda LIVE : কী করে বিমান বিপর্যয়? বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তর মিলতে পারে বিমানের 'ব্ল্য়াক বক্স' থেকে। যে কারণেই বিমান বিপর্যয় ঘটে থাকুক সেটা যান্ত্রিক ত্রুটি হোক বা নাশকতা, সূত্র একমাত্র মিলতে পারে ব্ল্য়াক বক্স থেকেই। DGCA, ব্য়ুরো অফ সিভিল অ্য়াভিয়েশন, এয়ার ইন্ডিয়া ও বিমান নির্মাণকারী সংস্থা 'বোয়িং' এই বিমান বিপর্যয়ের তদন্ত করবে।এত ভয়াবহ একটা বিপর্যয় ঘটল কীকরে? এত মানুষের মৃত্য়ু হল কেন? যান্ত্রিক ত্রুটি? পাইলটের ভুল? নাকি নাশকতা? এই বিপর্যয়ের পরই বিভিন্ন রাজনৈতিক দল স্বচ্ছ তদন্ত চেয়ে সরব হয়েছে। আর এখানেই Black Box ডিভাইসটির যাত্রা হয়। কারণ এর ভিতরেই রয়েছে যাবতীয় রেকর্ড। দুর্ঘটনার আগে ঠিক কী কী হয়েছিল, সেই যাবতীয় অডিও, এই যন্ত্রের ভিতরে রেকর্ড হয়ে রয়েছে। এটি ককপিটের যাবতীয় অডিও রেকর্ড করে রাখে। এবং বিমানের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখে। আর এর উপর ভিত্তি করেই ফরেন্সিক টিম দুর্ঘটনার কারণের উৎস খুঁজে পায়। প্রাকৃতিক দুর্যোগ, পাইলটের ভুল কিংবা অন্য কারও দ্বারা ভূল নাকি যান্ত্রিক ত্রুটি কোনটা দায়ী ? সব বলে দেবে এই Black Box. এই ডিভিইসের কাজই হল দুর্ঘটনার কবলে পড়া বিমানের যাবতীয় রহস্য উন্মোচন করা।


















