৪ ঘণ্টা দেরিতে অ্যাম্বুল্যান্স! কোভিড হাসপাতালে আর যাওয়া হল না, রোগী মারা গেলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বাইরেই
চার ঘণ্টা দেরিতে এল অ্যাম্বুল্যান্স। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বাইরে পড়ে থেকে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে শুরু হয়েছে তদন্ত।
ষাটোর্ধ্ব স্বামীকে অ্যাম্বুল্যান্সে তুলতে মরিয়া চেষ্টা স্ত্রীর! করোনা সন্দেহে দেখেও এগিয়ে আসেননি কেউ। এমনকী অ্যাম্বুল্যান্স চালকও। হাসপাতালের বাইরে পড়ে থেকেই মৃত্যু হয় ওই ব্যক্তির! বনগাঁ হাসপাতালের এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্য। আবারও কাঠগড়ায় অ্যাম্বুল্যান্স! এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনারই হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। অ্যাম্বুল্যান্স ৪ ঘণ্টা দেরিতে আসায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগে শুরু তদন্ত!!
মৃতার পরিবারের দাবি, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বছর চুয়ান্নর তুলসী মণ্ডলকে হাসপাতালে আনা হয়। অভিযোগ, অ্যাম্বুল্যান্স আসতে চারঘণ্টা দেরি করে। বিকেলে হাসপাতালের বাইরেই রোগীর মৃত্যু হয়।