Ananda Sakal 4: ওমিক্রন কোনও সাধারণ সর্দি কাশি নয়, ব্যাপক প্রভাব পড়তে স্বাস্থ্য পরিকাঠামোয়, সতর্কবার্তা 'হু'-র| Bangla News
ওমিক্রন কোনও সাধারণ সর্দি কাশি নয়। এর জেরে স্বাস্থ্য পরিকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। সতর্কবার্তা দিয়ে ট্যুইট করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সাইনটিস্ট। ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার ফল হতে পারে বিপজ্জনক। বার্তা হু-এর টেকনিক্যাল প্রধানের।
কোথাও পুলিশকে সঙ্গে নিয়ে বাজারে হানা দিলেন পুরপ্রশাসক। কোথাও আবার বিধায়ক নিজে উপস্থিত হয়ে বন্ধ করলেন হাট। রাজ্যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে প্রশাসনিক কড়াকড়ির এমনই ছবি উঠে এসেছে উত্তর ২৪ পরগনা ও হুগলি থেকে।
করোনা বিধি যাতে সকলে মেনে চলেন তার জন্য কড়া পদক্ষেপ পূর্ব ও পশ্চিম বর্ধমান প্রশাসনের। কোথাও বিধি ভাঙার অভিযোগে আটক করা হয়, কোথাও বিধিভঙ্গকারীদের সতর্ক করে পুলিশ।
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Health News: মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী!আপনারা ভোট নিয়ে চিন্তিত,ভোটারদের নিয়ে নয়!: হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/169b50a2aca62fe2c58d438caaf8f9241739889693253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Saline Contro: মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-বিতর্ক। কোনও গলদ ছিল না, বলে দাবি মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/21d2f9d156dcfbd45a49e12d1c1979701739889058936968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![South 24 Parganas News: বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে হামলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/776648a6293758109b13f83fb6c5e45e1739888747598968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)