Dilip Ghosh: 'তৃণমূলের হয়ে দিলীপ ঘোষ কাজ করছেন', আক্রমণ অশোক দিন্দার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দলের অন্দর থেকে দিলীপ ঘোষের দিঘাযাত্রা নিয়ে আক্রমণের তালিকায় এবার জুড়ে গেল বিজেপি বিধায়ক অশোক দিন্দার নাম। তৃণমূলের হয়ে দিলীপ ঘোষ কাজ করছেন বলে, সৌমিত্র খাঁ-র পর এবার মন্তব্য করলেন ময়নার বিজেপি বিধায়কও। এদিকে খানাকুলের বিজেপি বিধায়ক আবার 'ব্যক্তিগত' বলেই সাবধানী মন্তব্য সারলেন। যদিও কৌশলী অবস্থান নিলেন লকেট চট্টোপাধ্য়ায়।
আরও খবর...
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিংহ। নরেন্দ্র মোদির পর এবার রাশিয়া সফর বাতিল করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।
জঙ্গি হামলার পর, রাশিয়ায় বিজয় দিবসের প্যারেডে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এর। কিন্তু এবার তার সফরও বাতিল হল। মূলত, রাশিয়ার বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ৯ মে রেড স্কোয়ারে বার্ষিক মস্কো বিজয় দিবস কুচকাওয়াজ, একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রদর্শনী। রাশিয়ান সশস্ত্র বাহিনীর এই কুচকাওয়াজ অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং ভাষণ দেন। এই অনুষ্ঠানটি রাশিয়ার সামরিক শক্তির একটি বিশিষ্ট প্রদর্শনী এবং গুরুত্বপূর্ণ বিষয়।


















