Bangladesh News: শেখ হাসিনা সরকারের পতনে। ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত
ABP Ananda LIVE: চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর, কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্য়ালঘুরা? পরিসংখ্যান বলছে, শেষ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে আট শতাংশে। এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত।
গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা। হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা, দেখা করতে গেলেন ডোভাল। গাজিয়াবাদে হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। শেখ হাসিনাকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে এখনও ধোঁয়াশা। রাজনৈতিক আশ্রয়ের হাসিনার আবেদন খারিজ ব্রিটিশ সরকারের। ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার। খবর সূত্রের। আরও খবর, স্থানীয় সময় বিকেল তিনটেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান স্থানীয় সময় বিকেল চারটেয় বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, খবর সূত্রের । স্থানীয় সময় দুপুর আড়াইটেয় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা । বাংলাদেশে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল । দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। পদত্যাগ হাসিনার, বাংলাদেশে উৎসব শুরু আন্দোলনকারীদের। ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা, কোথায় যাবেন তিনি?