Bangladesh Unrest:'বাংলাদেশের এই ঘটনায় হস্তক্ষেপ করুন',নরেন্দ্র মোদিকে আর্জি জগৎগুরু রামভদ্রাচার্যের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আক্রান্ত মন্দির! লুঠপাট করা হচ্ছে । মন্দিরও নাকি ভেঙেও দেওয়া হয়েছে। এই আবহে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার আবেদন জানালেন জগৎগুরু রামভদ্রাচার্য ও তাঁর উত্তরসূরি আচার্য রামচন্দ্র দাস। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে হিন্দুদের সাহায্যের আবেদন জানালেন তাঁরা । বাংলাদেশের ঘটনা নিয়ে জগৎগুরু রামভদ্রাচার্যের বার্তা, "কাল বাংলাদেশে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। গণতন্ত্র শেষ করে দেওয়া হচ্ছে। সবথেকে দুঃখের বিষয়, যে দেশে অল্প-সংখ্যক হিন্দু রয়েছে, তাদের ওপর অত্যাচার হচ্ছে। যে নৃশংসতার সঙ্গে বাংলাদেশে অত্যাচার করা হচ্ছে, তা সহ্য করা যায় না। হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নিরীহ মেয়েদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে। তাঁদের ধর্ষণ করা হচ্ছে। মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে আমি খুবই দুঃখিত। ভারত সরকারকে বলব, হিন্দুদের নিয়ে ভাবতে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলব, বাংলাদেশের এই ঘটনায় হস্তক্ষেপ করুন।