Bengal Corona: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৬২, একদিনেই সুস্থ হয়েছেন ৫৫৪জন | Bangla News
পুরভোট মামলায় আজ হাইকোর্টে (Calcutta High Court) রায়দান। সব পুরভোট একসঙ্গে করার দাবিতে মামলা। আজ সকাল সাড়ে ১০টায় রায় দেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election) সব ভোটগ্রহণ কেন্দ্র ও স্ট্রং রুমে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশমতো সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিজেপির মামলার শুনানি আজ।
দুর্ঘটনা নয়, চক্রান্ত করেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গাড়ি চাপা দিয়ে কৃষক খুন হয়েছে, এমনই দাবি করা হল সুপ্রিম কোর্ট (Supreme Court) গঠিত সিট (SIT)-র রিপোর্টে। লখু ধারার বদল চেয়ে আদালতে জানানো হল আর্জি।
বিরোধী জোটে আরও ফাটল। ১০ নং জনপথে রাহুল গাঁধীর (Rahul Gandhi) সঙ্গে বিরোধীদের বৈঠকে শরদ পওয়ার। ডাকাই হল না তৃণমূলকে (TMC)। ডাকলেও যেতাম না, পাল্টা সুখেন্দুশেখর রায়।
রাজ্যে একদিনে করোনায় (Corona) সংক্রমিত ৫৬২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে একদিনে সুস্থ ৫৫৪। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা।