Durga Puja 2021: টেমসের তীরে উমার আরাধনা, প্রবাসে নজরকাড়া পুজো নর্থ লন্ডনের প্রভাতী সঙ্ঘের | Bangla News
শরতে, শিউলিতে উমার আরাধনায় এবারও নজর কেড়েছে নর্থ লন্ডনের প্রভাতী সঙ্ঘের পুজো৷ ষষ্ঠীর বোধন থেকে সপ্তমীর নবপত্রিকা স্নান। অঞ্জলি, আরতি থেকে ভোগ-- সব কিছুই হল রীতি মেনে, নির্ঘণ্ট মেনে। আড়ম্বর নয়, আন্তরিকতাই এই পুজোর মূল বৈশিষ্ট্য৷ টেমসের তীরে দেবী দুর্গার আরাধনা৷ হোক না সে প্রবাস৷ আন্তরিকতা ও আয়োজনে কোনও খামতি নেই৷ দূর দেশে বসে পুজোর হাত ধরে খুঁজে পাওয়া দেশের মাটিকে৷ স্বাদ পাওয়া নিজের সংস্কৃতির। ২০১৬ সালে শুরু। করোনা আবহে গতবার পুজো হয়েছিল ছোট করে, এবার আবার সবাই জড়ো হয়েছেন এক জায়গায়। জমে উঠেছে উত্তর লন্ডনের প্রভাতী সঙ্ঘের পুজো৷ বোধন থেকে অধিবাস বা কলাবউ স্নান, পাঁজি দেখে নির্ঘণ্ট মেনে হয় এই প্রবাসের পুজো৷ আচার-উপচারে কোনও ত্রুটি নেই। মায়ের ভোগ। সব কিছুই প্রথা মাফিক। সব কিছুই হচ্ছে করোনা বিধি মেনে। পুজোর কটা দিন শুধুই আনন্দ৷ একসঙ্গে খাওয়া দাওয়া৷ জমিয়ে আড্ডা৷ কখনও কখনও বয়স ভুলে ঢাকের তালে পা মেলানো৷