Mamata Banerjee: ‘প্রাথমিকে ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর বিষয় ভাবনা রয়েছে’, জানালেন মমতা| Bangla News
আজ জমির দলিল প্রদান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘বস্তিতে বসবাসকারীরা নিজেদের ঘর পাবেন। চা বাগানের শ্রমিকদের জন্য তৈরি করা হচ্ছে নিজেদের বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পে ভারতের মধ্যে প্রথম পশ্চিমবাংলা। বিজেপি নিজেরা শাসন করে বলে, উত্তরপ্রদেশকে বেশি টাকা দেয়। এখনও ৮০-৯০ হাজার কোটি টাকা দিল্লির থেকে পাই। ভ্যাকসিন দিতে কেন্দ্র দেরি করল, কত লোক কোভিডে মারা গেলেন! লক্ষ লক্ষ কোটি টাকা পিএম কেয়ার্সের, কোথায় গেল? হেরিটেজ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভোট এলে কেউ কেউ সাধুর পোশাক পরে প্রচার করছে। কত লোক আত্মহত্যা করছেন, রিপোর্টেই দেখা যাচ্ছে। ভোট এলে কেউ কেউ সাধুর পোশাক পরে প্রচার করছে। কত লোক আত্মহত্যা করছেন, রিপোর্টেই দেখা যাচ্ছে।' তিনি আরও বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী না পেলে পাড়ায় পাড়ায় সমাধানে যান। প্রাথমিকে ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর বিষয় ভাবনায় আছে।'
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kultali Arms Recovered : ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/4a0b244a1d2d329e4c9e3425b40b1f311739696935206535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)