Salil Bhattacharya: "দুষ্কৃতী-সমাজবিরোধীরা রাজত্ব করবে", তৃণমূল নেতার হুমকিতে তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তার। Bangla News
রাজ্যে পরপর ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মিছিল সিপিএমের। "মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএমের প্রতিবাদ মিছিল। ‘ধর্ষণ হলে প্রমাণ দেখাক। বেশি বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। ধর্ষণের প্রতিবাদে মিছিল করতে গেলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব’। ভাইরাল তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির হুমকি।" ভাইরাল তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকারের হুমকি। এনিয়ে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেন, আজ কী সংস্কৃতি হয়েছে। মানুষ কোথায় পৌঁছেছে ? এখনই আইনগত অবস্থা না নিলে, যে অবস্থা চলছে তা তলানিতে চলে যাবে। দুষ্কৃতী-সমাজবিরোধীরা তো রাজত্ব করবে।



















