State Vs Governor: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল, জানালেন পার্থ। Bangla News
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রীর ধমক। আইএএস এবং আইপিএসদের সংগঠনকে ট্যাগ করে ট্যুইটে নিশানা রাজ্যপালের। তিনি লেখেন, কী উদ্বেগজনক পরিস্থিতি। সংবাদ মাধ্যমের সামনে মুখ্য়মন্ত্রী পূর্ব মেদিনীপুরের এসপিকে জিজ্ঞাসা করছেন, রাজ্য়পাল আপনাকে ফোন করে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দুর্ভাগ্যজনক। পুলিশের মেরুদণ্ডে আঘাত মুখ্যমন্ত্রীর।' এপ্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'কার মেরুদণ্ড সোজা তা তো মানুষ দেখছে। পুলিশকে জনপ্রিয় সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়া, সংবিধান বিরোধী কাজ। তাই তো রাজ্যপাল করছেন। রাজ্যপাল ক্রমাগতভাবে পুলিশ প্রশাসনকে সরকার বিরোধিতায় উস্কানি দিচ্ছেন। তার বিরুদ্ধে আমরা প্রস্তাব আনতে চলেছি বিধানসভায়।'
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)