এক্সপ্লোর
Advertisement
মালদার রতুয়ার এক প্রাইমারি স্কুলে ক্লাস শুরুর আগে পড়ুয়াদের ঝাঁট দিতে দেখলেন বিডিও, রিপোর্ট তলব
হাতে বই-খাতা-পেন তো দূর অস্ত, বদলে ঝাঁটা হাতে স্কুলে পরিষ্কার করছে ছাত্র-ছাত্রীরা। এই ছবি মালদার রতুয়ার এক নম্বর ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ের। কিন্তু পড়াশোনা ফেলে কেন এই কাজ? পড়ুয়াদের বক্তব্য, ‘মাস্টাররা স্কুলে আসেননি, আমাদের ঝাঁট দিতে বলেছেন। তাই দিচ্ছি।’ আর ছাত্র-ছাত্রীরা যখন স্কুল সাফাইয়ের কাজে যুক্ত, তখনই স্কুলে হাজির স্থানীয় বিডিও। তখনও অবশ্য স্কুলে আসেননি শিক্ষকরা। রতুয়া এক নম্বর ব্লকের বিডিও সারোয়ার আলি জানিয়েছেন, আমি আগেই অভিযোগ পেয়েছিলাম। এদিন ওই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখনই বিষয়টি নজরে পড়ে। স্কুল পরিদর্শককে বলব, বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে। স্কুল শুরু হওয়ার কথা সকাল দশটায়। কিন্তু অভিভাবকদের অভিযোগ, ১১টার আগে কোনও শিক্ষকই স্কুলে ঢোকেন না। এদিনও যার ব্যতিক্রম হয়নি। ঘড়িতে তখন ১১টা ১০, স্কুলে এলেন প্রধানশিক্ষক। পড়ুয়াদের স্কুল পরিষ্কার করা নিয়ে তিনি অবশ্য দায় ঝেড়েছেন। এখন প্রশাসন এব্যাপারে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।
বাংলা
অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগে ধৃত ৩। কোচবিহার দক্ষিণের BJP বিধায়ককে তলব পুলিশের
উস্কানিমূলক মন্তব্যের জন্যে অর্জুন সিং-কে পুলিশের মেল ঘিরে বিভ্রান্তি। দু'রকম সময়ে তলব
বাঁকুড়ার রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি। ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর গায়ে?
'মিথ্যা তথ্য দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা থেকে প্রলাপ', কটাক্ষ সোমনাথ শ্যামের।
'চক্রান্ত করে জেলে ঢুকিয়ে খুন করতে চাইছে রাজ্য সরকার', বিস্ফোরক অর্জুন সিংহ
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement